পরিবর্তন হলো এবার দেশের(নোটের), টাকা

লেখক:Bangla News Vibes দেশের ইতিহাসের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে আমাদের মুদ্রা! চলুন দেখে নেই শুরু থেকে আজ পর্যন্ত টাকার নোটের চমকপ্রদ পরিবর্তনের গল্প। --- ১৯৭১-১৯৭২: স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয়। প্রথম নোটেই ছিল মানচিত্র ও বঙ্গবন্ধুর ছবি। ১৯৮০-২০১০: নিরাপত্তা ফিচার, নতুন রঙ, উন্নত প্রযুক্তির ছোঁয়া যুক্ত হয় নোটে। শুরু হয় আধুনিক ডিজাইনের যাত্রা। ২০১১: নিউ জেনারেশন সিরিজে আসে আরও উন্নত মানের, রঙিন ও নিরাপদ নোট। ২০২৪-২০২৫: বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে — এবার আসছে নতুন ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট! নতুন নোটগুলোতে থাকবে না বঙ্গবন্ধুর ছবি — থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের গ্রাফিতি! নতুন নোট বাজারে আসবে ২০২৫ সালের প্রথমার্ধে। পুরনো নোটও চলবে পাশাপাশি। --- টাকার নোটের পরিবর্তন মানে শুধু ডিজাইন না — এটা আমাদের ইতিহাসের, সংস্কৃতির এবং উন্নতির প্রতীক! -- ✨ #BanglaNewsVibes

Comments

Post a Comment