দেশ জুড়ে আলোচিত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বাদীসহ আরও তিন জনের সাক্ষ্যগ্রহণ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান মামলাটির সাক্ষ্যগ্রহণ করেন। এ নিয়ে দুইদিনে মোট সাত জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ১০ জনের সাক্ষ্যগ্রহণ করবেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় অভিযুক্ত চার আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
Comments
Post a Comment