সীমান্তে ফের সেনাদের গোলাগুলি

পাহালগামে হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র একাধিক স্থানে ফের দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির। গুলির ঘটনা মূলত কুপওয়ারা ও বারামুল্লা জেলা এবং আখনুর সেক্টরে ঘটেছে। এ নিয়ে টানা পঞ্চম দিন দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো। পাহালগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই এ ধরনের গোলাগুলি চলছে। ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা দ্রুত এবং সুসংগঠিত প্রতিরোধ গড়ে তুলছে, যাতে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের উপর প্রভাব কম হয়। পাশাপাশি, তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। ✨ #BanglaNewsVibes

Comments