জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করবে না পলিটেকনিক শিক্ষার্থীরা

৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটের ক্লাস পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শাটডাউন কর্মসূচি পালনকালে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকারের গঠিত কমিটির সাথে তিনবার বৈঠক করেও কোনো ফলাফল পাচ্ছেন না তারা। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি কোটা বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন করার দাবিসহ ৬ দফা দাবিতে চলছে তাদের আন্দোলন। এর আগে সকালে শাটডাউন কর্মসূচি উপলক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাসরুম, অধ্যক্ষের রুমসহ বেশি কয়েকটি একাডেমিক ভবনে তালা দিয়ে কর্মসূচির শুরু করেন শিক্ষার্থীরা। ✨ #BanglaNewsVibes

Comments