ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) তরিকুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর তেজগাঁও এলাকার বেরাইদে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় অভিযোগ জানানো হয়েছে।
আহত তরিকুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তাকে একদল দুর্বৃত্ত ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার সময় হামলাকারীরা বলে, ‘বড় নেতা হয়ে গেছো? বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে আন্দোলন করো,’ এমন মন্তব্য করেন বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থী।
সহপাঠীরা জানান, হামলাটি পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য করা হয়েছে। তরিকুল এই আন্দোলনে সম্মুখসারির একজন। এ ঘটনা যে পরিকল্পিতভাবে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সেজন্য এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ইউআইইউ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান নুরুল হুদার পদত্যাগ দাবি করে আন্দোলনে নামে এবং আল্টিমেটাম দিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেন। তারই পরিপ্রেক্ষিতে উপাচার্য আবুল কাসেম পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
Comments
Post a Comment