ভারতের আইএএস কর্মকর্তা অশোক খেমকা—যাঁর নাম শুনলেই সততা, সাহসিকতা আর বদলির দীর্ঘ তালিকা ভেসে ওঠে—অবসরে যাচ্ছেন। বুধবার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে এই খ্যাতনামা কর্মকর্তার তিন দশকের কর্মজীবন। ১৯৯১ ব্যাচের হরিয়ানা ক্যাডারের খেমকা ভারতের সবচেয়ে বেশিবার বদলি হওয়া আমলা—৩০ বছরে ৫৭ বার বদলি হয়েছেন তিনি।
খেমকা জাতীয় পরিচিতি পান ২০১২ সালে, যখন তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রের জমি লেনদেন বাতিল করেন। ওই লেনদেন ছিল ডিএলএফ ও স্কাইলাইট হসপিটালিটির মধ্যে, যেখানে আর্থিক অসঙ্গতি ও নিয়মভঙ্গের অভিযোগ ছিল। জমির মিউটেশন বাতিল করার পরপরই খেমকাকে বদলি করা হয় এবং তদন্তের মুখোমুখিও হতে হয়, যদিও তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি।
দুর্নীতির বিরুদ্ধে তাঁর অনমনীয় অবস্থানই তাঁর বদলির প্রধান কারণ হিসেবে পরিচিত। তিনি গড়ে প্রতি ছয় মাসে একবার করে বদলি হয়েছেন। এই নজিরবিহীন বদলির ইতিহাস তাঁকে ভারতের আমলাতন্ত্রে ‘বদলির রেকর্ডধারী সৎ আমলা’ হিসেবে পরিচিত করেছে।
১৯৬৫ সালের ৩০ এপ্রিল কলকাতায় জন্ম নেওয়া অশোক খেমকা উচ্চশিক্ষায়ও দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আইআইটি খড়গপুর থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি, টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ থেকে পিএইচডি এবং পরে এমবিএ ও এলএলবি ডিগ্রিও অর্জন করেন।
তিনি সর্বশেষ হরিয়ানার পরিবহন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২৩ সালে দুর্নীতিবিরোধী লড়াইয়ের জন্য নিজেই মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে ভিজিল্যান্স দপ্তরের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। চিঠিতে তিনি লেখেন, “সৎ থাকার খেসারত দিতে হয়েছে, কিন্তু আমি দমে যাইনি।”
বছর দুই আগে পদোন্নতির বাইরে থাকা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছিলেন, “সৎ লোকেরাই সব সময় ভুক্তভোগী হয়। তবে কোনো আফসোস নেই।”
খেমকার ক্যারিয়ার ভারতীয় প্রশাসনে সততা ও নৈতিকতার বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত। তাঁর কর্মজীবনের অবসান হলেও, তাঁর আদর্শ ভারতের আমলাতন্ত্রে প্রেরণা হয়ে থাকবে অনেকের জন্য।
Comments
Post a Comment