রোহিঙ্গারাও হতে চায় ভোটার,কিন্ত..

রোহিঙ্গারা যেন ভোটার না হতে পারে সে জন্য বিশেষ ব্যবস্থা: ইসি সানাউল্লাহরোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এজন্য ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজারের ৫৬টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আরও জানান, যাদের ২টি ভোটার আইডি কার্ড রয়েছে যাচাই-বাছাই শেষে দ্বিতীয়টি বাতিল করা হবে। বুধবার (৩০ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রোহিঙ্গাদের সনাক্ত করে বাদ দেয়া সংক্রান্ত বৈঠক শেষে কথা বলেন তিনি। এসময় তিনি জানান, ভোটার তালিকা নিয়ে দেশব্যাপী নিয়মিত হালনাগাদ কার্যক্রম করছে ইসি। এতে কেউ ইতোমধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকলেও তাদের বাদ দিচ্ছে কমিশন। এছাড়াও, জাতীয় পরিচয়পত্র সংশোধ প্রক্রিয়ায় নাগরিকের ভুল বা অবৈধ তথ্য না থাকলে তা সহজিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি জানান, টেকনিক্যাল ত্রুটির কারণে কেউ একাধিক এনআইডি পেয়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্য সমাধান করছে কমিশন। এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের মেয়র সংক্রান্ত গেজেটের বিষয়ে ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালতের নির্দেশনা থেকেই ইসি বিজ্ঞপ্তি দিয়েছিলো।

Comments