পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে বিমানবন্দর বন্ধের হিড়িক

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এ পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ভারতের ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছে দেশটি। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যে থাকা বিমানবন্দরগুলো বন্ধ করেছে নয়াদিল্লি। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে প্রথমে হামলা চালায় ভারত। বুধবার (৭ মে) আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের প্রধান বিমানবন্দরসহ উত্তর ভারতের বহু বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় যাত্রীদের মধ্যেও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, চলমান পরিস্থিতির কারণে উত্তর ভারতের বিমানবন্দরগুলো সাময়িকভাবে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগোসহ একাধিক বিমান সংস্থা। ভারতের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কাশ্মীর ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। ইন্ডিগোর মতে, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর ও লেহ, উত্তর ভারতের অমৃতসর, চণ্ডীগড়, বিকানের এবং ধর্মশালা। স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসরসহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। ফলে এসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রাখছে।’ এয়ার ইন্ডিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।’

Comments