১৫ দফা না মানলে, আমরন অনশনের হুমকি - কারিগরি শিক্ষকদের

কারিগরি শিক্ষকদের ১৫ দফা দাবি, বাস্তবায়ন না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দীর্ঘদিনের অবহেলা, বৈষম্য ও হয়রানির অভিযোগ তুলে ১৫ দফা দাবি উত্থাপন করেছেন দেশের কারিগরি, কৃষি ডিপ্লোমা ও বিএম শিক্ষকরা। রোববার (৪ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করলে অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান মৌখিক আশ্বাস দেন। শিক্ষকরা জানান মৌখিক আশ্বাস দিলেও দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশে শিক্ষকরা ঢাকায় আমরণ অনশন কর্মসূচি পালন করবেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—নবায়ন ফি কমানো, এমপিওভুক্তকরণে বৈষম্য দূর, সকল ট্রেড এমপিওভুক্তির আওতায় আনা, ৫ আগস্টের পূর্বে নিয়োগপ্রাপ্তদের বদলি, গুরুত্বপূর্ণ পদে সঠিক জনবল নিয়োগ, মূল বইয়ের সংকট দূর, প্রশিক্ষণের ব্যবস্থা, ও বোর্ড কর্তৃক গলাকাটা ফি আদায়ের অবসান। শিক্ষকদের অভিযোগ, কারিগরি শিক্ষা খাতে বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের অভাব রয়েছে, যা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় চরম বৈষম্যমূলক। এমতাবস্থায় তারা সুষ্ঠু সমাধান দাবি করেছেন, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Comments