ঢাকাসহ দেশের অন্তত ১১টি জেলার ওপর দিয়ে আজ শনিবার (২৪ মে) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতিতে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং অপ্রয়োজনে খোলা জায়গায় বের না হতে পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নদীপথে চলাচলরত নৌযানগুলোকে যথাযথ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments
Post a Comment