রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। আজ সোমবার (১২ মে) বিকেলে ৩টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান তিনি। পোস্টে তিনি বলেন, দুপর ৩টা বেজে ৪৫ মিনিটের পর থেকে রাত ৮টার মধ্যে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। যেসব জেলায় হতে পারে: বরিশাল বিভাগের সব জেলা, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, যশোর জেলা, ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর জেলা এবং চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং চট্টগ্রাম জেলা।

Comments