হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই রানে চেন্নাইকে ধরাশায়ী বেঙ্গালুরুর

নাটকীয় শেষ ওভারে একের পর তিন দুরন্ত ইয়র্কার দিলেন যশ দয়াল। একসময়ের ক্রিকেটবিশ্বের বেস্ট ফিনিশার মহেন্দ্র সিং ধোনিও পারলেন না দয়ালের বলকে পরাস্ত করে দলকে ম্যাচ জেতাতে। অপর প্রান্তে রবীন্দ্র জাদেজা ৪৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেও জয়ের বন্দরে পৌঁছাতে পারলেন না দলকে। শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিলো ১৫ রান। হাতে ছিলো ৬ উইকেট। যশ দয়ালের নাটকীয় ওভারে শেষ বলে ৪ রান দরকার পড়লেও সেটা আর নিতে পারেনি চেন্নাই। ৪৫ বলে ৮ চার আর ২ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ৫ উইকেটে ২১১ রানে থামে চেন্নাই। এদিকে শনিবার (৩ মে) বেঙ্গালুরুর মাঠে বড় রান তাড়ায় মূল গতিটা দিয়েছিলেন চেন্নাই ওপেনার আয়ুশ এমহাত্রে। কিন্তু তার ৪৮ বলে ৯ চার আর ৫ ছক্কায় ৯৪ রানের ইনিংসটি গেছে বিফলে। এর আগে শুরুটা করছিলেন বিরাট কোহলি, শেষটা রোমারিও শেফার্ড। সবমিলিয়ে ৫ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, সাদা বলের ক্রিকেটে এক চ্যাম্পিয়নের নাম। তিনি চাইলে একশ স্ট্রাইকরেটে দলকে বাঁচিয়ে খেলতে পারেন, আবার দলের প্রয়োজনে হয়ে যেতে পারেন মারকুটে টি২০ ব্যাটার। ১৮৭ প্লাস স্ট্রাইকরেটে ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস বের হয়ে এলো বিরাট কোহলির ব্যাট থেকে। যে ইনিংসে সমান ৫টি করে চার-ছক্কা হাঁকিয়েছেন চ্যাম্পিয়ন এই ব্যাটার। ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে কোহলির সঙ্গে উড়ন্ত সূচনা করেন জ্যাকব বেথেল। ৬৯ বলে ৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ৩৩ বলে ৮ চার আর ২ ছক্কায় ৫৫ করে সাজঘরে ফেরত যান বেথেল। কোহলি করেন ৩৩ বলে ৬২। ভালো শুরু করেও অবশ্য ধরে রাখতে পারেননি দেবদূত পাডিক্কেল। ১৫ বলে একটি করে চার-ছক্কায় ১৭ করে আউট হন তিনি। এরপর রানের গতি কমে যায় বেঙ্গালুরুর। অধিনায়ক রজত পাতিদার ১৫ বলে ১১ আর জিতেশ শর্মা ফেরেন ৮ বলে মাত্র ৭ করে। ১৮ ওভার শেষে বেঙ্গালুরুর রান ছিলো ৫ উইকেটে ১৫৯। ১৯তম ওভারে খলিল আহমেদের ওপর চড়াও হন রোমারিও শেফার্ড। একটি নো বলসহ এক ওভারেই ৩৩ রান খরচ করেন এই পেসার। শেফার্ড হাঁকান চার ছক্কা আর দুই বাউন্ডারি। শেষ ওভারে মাথিসা পাথিরানাকেও দুটি করে চার-ছক্কা হাঁকিয়েছেন শেফার্ড। ১৪ বলে পূরণ করেন ফিফটি। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে থেমে যায় চেন্নাই, মাত্র ২ রানের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে একপ্রকার অঘোষিত বিদায় নিয়েছে চেন্নাই। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করা চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় পেয়েছে।

Comments