গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গ্রামের একরামুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৬), মোশারফের চাচা ও মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (৩০), এবং মিলনের দাদা ও সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৫)। সম্পর্কে তারা চাচা, ভাতিজা ও দাদা।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম জানান, মিলন মিয়ার বাড়ি থেকে মোশারফ হোসেনের বাড়িতে একটি পার্শ্ব বিদ্যুৎ সংযোগ লাইন ছিল। বৃহস্পতিবার দুপুরে মোশারফ সেই লাইনে ধান মাড়াইয়ের মেশিন সংযুক্ত করে ইরি ধান মাড়াই করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে তারে আগুন ধরে যায় এবং লাইনটি পুড়ে যায়।
লাইনের সমস্যা সমাধানে মোশারফ ঘরের টিনের চালে ওঠেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মিলন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আফজাল হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছে।
এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে গ্রামীণ এলাকায় সঠিক ও নিরাপদ বিদ্যুৎ সংযোগ এবং সচেতনতার অভাবের দিকটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র পার্শ্ব সংযোগ ও অবৈধ বিদ্যুৎ লাইন ব্যবহারের ফলে এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
Comments
Post a Comment