কক্সবাজার উপকূলে সিমেন্ট পাচারের সময় একটি মাছ ধরার নৌকা থেকে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ৫ জনকে আটক করা হয়।
শনিবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার উপকূলবর্তী এলাকায় এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, রাত ২টার দিকে কক্সবাজার কোস্ট গার্ড স্টেশনের একটি টহল দল সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামতে সংকেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটি আটক করা হয়।
তল্লাশির এক পর্যায়ে নৌকাটির গোপন চেম্বারে থাকা ৩৪০ বস্তা অবৈধ সিমেন্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব সিমেন্ট শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার করা হচ্ছিল।
আটক পাচারকারীরা হলেন মমতাজ আহমদ (৫০), মো. আরাফাত (৩০), মো. ইব্রাহিম (২৬) এবং মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।
অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্তবর্তী উপকূলীয় এলাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ সিমেন্ট ও অন্যান্য নির্মাণসামগ্রী অবৈধভাবে পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
Comments
Post a Comment