এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচের মতো অনেকে ভেবেছেন মহেন্দ্র সিং ধোনির মনে হয় এটাই শেষ ম্যাচ। ফলে ধোনির অবসর নিয়ে উঠেছিল প্রশ্ন। বরাবরের মতো এ বারও অবসর নিয়ে সবাইকে ধোঁয়াশায় রাখলেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্শা ভোগলে দ্বিতীয় প্রশ্নটাই করেছিলেন অবসর নিয়ে। খানিকটা হেসে ধোনি বললেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনও চার থেকে পাঁচ মাস সময় আছে। কোনও তাড়াহুড়ো নেই। ফিটনেস ঠিক রাখতে হবে। নিজের সেরাটা দিতে হবে।’ ধোনি আরও বলেন, ‘যদি ক্রিকেটীয় পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের অবসর নিতে হত, তা হলে অনেকেই ২২ বছরে অবসর নিয়ে নিত। আপাতত রাঁচীতে ফিরে যাব। ঘুরে-ফিরে সময়টা উপভোগ করব। তার পর দেখা যাবে।’ স্পষ্ট উত্তর না পেয়ে হার্শা আবার ধোনিকে সরাসরি প্রশ্ন করেন অবসর নিয়ে। এবার ধোনির উত্তর, ‘আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গেছে। এটাও বলছি না যে পরের বছর ফিরব। আমার কাছে সময় রয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।’ ধোনি অবশ্য এটা মেনে নিয়েছেন যে তিনি ‘বুড়ো’ হয়ে গেছেন। আগের ম্যাচে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রাজস্থানের ১৪ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সেই প্রসঙ্গে ধোনি বলেন, ‘মাঝেমাঝে মনে হয় অনেক বয়স হয়ে গেছে। ডাগআউটে সবার পিছনে বসি আমি। আমার আসনের ঠিক আগেই বসে আন্দ্রে (সিদ্ধার্থ)। তাকে জিজ্ঞেস করেছিলাম, তার বয়স কত? শুনলাম, আমার থেকে ঠিক ২৫ বছরের ছোট!’

Comments