ফুলের ছবি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়লো ফটোগ্রাফার

রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ও সৌখিন ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) ঢাকার কুড়িল এলাকায় রেললাইনে দাঁড়িয়ে ফুলের ছবি তোলার সময় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার এলে তিনি ট্র্যাক থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে না পারায় দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই মারা যান তিনি। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি তরুণদের এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাই।’ ইশতিয়াকের মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার পরিবার, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনরা তার অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইশতিয়াকের মৃত্যুতে ব্যাপক শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Comments