একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতির সুযোগ নেই’

একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। মঙ্গলবার (১৩ মে) দুপুরে সংগঠনটির যুব শাখার আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা 'জাতীয় যুব শক্তি'। এ উপলক্ষে বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, একাত্তরকে অস্বীকার করে দেশে রাজনীতির কোন সুযোগ নেই। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানায় জুলাই ঐক‍্য। এদিন জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠন। শাহবাগে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে, সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরে সংগঠনটি।

Comments