‘সব এয়ারলাইনকে অনুরোধ করছি ইসরায়েলে ফ্লাইট বাতিল করতে’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা কঠোর প্রতিশোধ নেবেন এবং এই হামলার জন্য ইরানকেও দায়ী করা হবে। খবর টাইমস অব ইসরায়েলের। গতকাল রোববার (৪ মে) বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার পর তিনি এই মন্তব্য করেন। এদিকে, হুথি পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের ওপর ‘সম্পূর্ণ আকাশপথ অবরোধ’ চালু করেছে এবং একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইয়েমেন থেকে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘সব এয়ারলাইনকে অনুরোধ করছি ইসরায়েলে ফ্লাইট বাতিল করতে।’ এদিকে, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলাইডিসের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমরা হুথিদের হুমকি সহ্য করব না। তাদের বিরুদ্ধে আমরা শক্ত প্রতিক্রিয়া জানাবো। তারা কার নির্দেশে এবং কার সহায়তায় এটা করছে, আমরা তা জানি—তাদের পৃষ্ঠপোষক ইরান।’ তিনি আরও বলেন, ‘আমরা ইরানকেও স্পষ্ট বার্তা দিতে চাই যে, এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না। প্রয়োজনে যেকোনো সময় এবং যেকোনো জায়গায় আমরা এর জবাব দেবো।’ নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতিকেও সমর্থন করেন, যেখানে ট্রাম্প বলেছেন, ‘হুথিদের চালানো প্রতিটি হামলার দায় এখন থেকে ইরানের ঘাড়েই বর্তাবে এবং এর পরিণতি হবে ভয়াবহ।’ ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইরান নিজেদের নির্দোষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে তারা প্রতিটি হামলার নির্দেশদাতা। অস্ত্র, অর্থ এবং সেনা সরঞ্জাম সবকিছু তারা সরবরাহ করছে।’অন্যদিকে, রোববার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ সতর্ক করে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যুদ্ধ শুরু করে, তবে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীর ওপর পাল্টা হামলা চালাবে—সেটি যেকোনো স্থানে ও সময়ে হতে পারে।’

Comments