হবিগঞ্জে পরীক্ষা ছাড়াই রোগ নির্ণয়ের রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৩টায় শহরের কোর্ট স্টেশন এলাকায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে দেখা যায়, ল্যাব টেকনিশিয়ান তামিমুর রহমান আকিব কয়েকদিন ধরে অনুপস্থিত থাকলেও তার স্বাক্ষরযুক্ত রিপোর্ট দেওয়া হচ্ছিল রোগীদের। বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা না করেই তৈরি করা এসব রিপোর্ট ভুয়া বলে প্রমাণিত হয়।
এছাড়াও, ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের রিয়েজেন্ট, যা রোগ নির্ণয়ে বিপজ্জনক বিভ্রান্তি তৈরি করতে পারে।
প্রতারণা, অনিয়ম ও মানহীন উপকরণ ব্যবহারের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস প্রতিষ্ঠানটির মালিক আসাদুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ডায়াগনস্টিক সেন্টারটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেন।
এ নিয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, ‘চাবি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে মানসম্মত সেবা প্রদানের উপযুক্ততা দেখাতে পারলে পুনরায় চালুর বিষয়ে বিবেচনা করা হতে পারে।’
অভিযানে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্পের ক্যাপ্টেন মো. সামিউল হাসান এবং জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মদিনা কালিয়াপুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment