প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইয়াহইয়া আখতারসহ এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, এবং আরও চারজন উপদেষ্টা।
এদিন বেলা ২টায় সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সমাবর্তনে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারীসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনের আগে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক অংশ নেন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। বিশাল আয়োজনকে ঘিরে খরচ ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা, যার মধ্যে ৩ কোটি টাকায় নির্মিত হয়েছে দেড় লাখ স্কয়ার ফিটের অত্যাধুনিক প্যান্ডেল।
Comments
Post a Comment