আত্মহত্যার আগে মা ও বউকে নিয়ে যা লিখে গেলেন এএসপি পলাশ

চট্টগ্রামে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি নিজে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৭ মে) দুপুরে র‌্যাব ৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অডিনেট করে।

Comments