ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সাথে বৈঠক শুরু হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। বৈঠকে নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ ও বিচারে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সোমবার (৫ মে) মন্ত্রণালয়ে যান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকের শুরুতেই তাকে গার্ড অব অনার দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এদিন ইতালির ভিসাপ্রত্যাশী ৫০ হাজার বাংলাদেশির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
দু’দিনের সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাত্তেও পিয়ান্তেদোসি। এদিন সন্ধ্যায় তার সফর উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছে ঢাকায় ইতালি দূতাবাস।
Comments
Post a Comment