ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের নিমতলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাদারীপুরের মিঠাপুকুর এলাকার বিল্লাল ফকিরের অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা বেগমের (৩০) প্রসব ব্যথা শুরু হলে সকালে পরিবারের ১০ সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে রওনা হন তারা। ঢাকার পথে এক্সপ্রেসওয়ের নীমতলা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চাকা ব্লাস্ট হয়ে যায়। চালক চাকা মেরামত করছিলেন, এ সময় যাত্রীরা কেউ ভেতরে, কেউ বাইরে অবস্থান করছিলেন। মেরামতের একপর্যায়ে পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সজোরে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।
গোল্ডেন লাইন পরিবহনের হেলপার সাইফুল ইসলাম শান্ত জানান, কুষ্টিয়া থেকে যাত্রীবোঝাই বাস নিয়ে ঢাকায় আসছিলেন তারা। নীমতলা এলাকায় এক্সপ্রেসওয়ের ডান পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটি দ্রুতগতির বাসটি ব্রেক করেও থামাতে না পেরে পেছন থেকে ধাক্কা দেয় বলে জানান তিনি।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাওয়ার নীমতলা এলাকায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত নারীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে
Comments
Post a Comment