পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারতের সঙ্গে লড়াইয়ে বিজয় পাকিস্তানেরই হবে। শনিবার (১০ মে) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইসহাক দার বলেন, ভারতের ধারাবাহিক আগ্রাসনের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ চালু করেছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং বর্তমান পরিস্থিতিতে দেশটি কোনো ঝুঁকি নিতে পারে না। আমরা সম্পূর্ণ আত্মরক্ষামূলক উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছি।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের ভূমিকা সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বের দায়িত্ব ভারতের এই মারাত্মক ভুলের গুরুত্ব তাকে বোঝানো।’
Bangladesh our lost brother: Ishaq Dar
উপপ্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে গত ৪৮ ঘণ্টায় মিথ্যা প্রচার চালানো এবং গোপনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ করেন। তিনি বলেন, ‘ভারত একের পর এক মিথ্যা বলেছে এবং আমাদের ওপর গোপন হামলা চালিয়েছে।’
তিনি বলেন, ভারত কখনোই পারমাণবিক ক্ষেত্রে কোনো শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে না।
স্পষ্ট করে পাক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তান বারবার উসকানির মুখে বসে থাকবে না। এটা হতে পারে না যে ভারত কাজ করে যাবে আর আমরা চুপচাপ বসে থাকবো।
এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পাকিস্তান সামরিক ও সাইবার অপারেশন চালিয়ে যাচ্ছে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ এর অধীনে। এটি ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
Comments
Post a Comment