লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় মাদক সম্রাট মনি গ্রেপ্তার

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামি মাদক সম্রাট মনি সরদারকে (৩২) গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান। লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব নাটোর ক্যাম্পের সহযোগীতায় লালপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়ার শংকরপুর পদ্মার চরে অভিযান চালিয়ে আসামি মাদক সম্রাট মনি সরদারকে গ্রেপ্তার করে। এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি মনি সরদারের গ্রেপ্তার খবরে বিলমারিয়া এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। মনি ও তার স্ত্রী মাদক সম্রাট হিসেবে পরিচিত। লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, গত রাতে অস্ত্র মামলায় আসামি মনি সরদারকে গ্রেপ্তার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আজ (রোববার) তাকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments