দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সাকিবের রাজনীতি করা নিয়ে উপদেশ হিসেবে তিনি বলেছিলেন, ‘যা করো না করো, আওয়ামী লীগ কোনো দিন করবা না।’ তিনি বলেন, সাকিব পরামর্শটি গ্রহণ করেননি বলে এখন বিপদে পড়েছেন।
আজ শনিবার (৩ মে) ঢাকায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন নির্বাচনের আগে সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। আমার পরিচিত সামরিক বাহিনীর এক কর্মকর্তা তাকে নিয়ে এসেছিল। আমার সঙ্গে পরিচয় ছিল না।
তিনি বলেন সাকিব আমার সঙ্গে দেখা করতে এসেছিল, অ্যাডভাইস নিতে চায়। তখন আমি বললাম, আমি তো বিরোধী দল করি। সে তো বিরোধী দলে যোগ দেওয়ার জন্য নিশ্চয়ই আসবে না।
তিনি আরও বলেন, সাকিবের সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়। তাকে একটা উপদেশ দিয়েছি, যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে (সাকিবকে) আমি বলেছি ‘যা করো না করো, আওয়ামী লীগ কোনো দিন করবা না।’ সে এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা-ওটা হবে। এমপি তো হবেই।’
নিজের খেলোয়াড়ি জীবনের কথা সাকিবকে মনে করিয়ে দিয়েছিলেন জানিয়ে হাফিজ বলেন, ‘তাকে বললাম, দেখো আমিও তোমার মতো খেলোয়াড় ছিলাম। আমারও পরিচিতি ছিল। একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম। অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম। কিন্তু খেলোয়াড় অবস্থায়, জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতিতে যোগদান করা আমার ঠিক মনঃপূত হচ্ছে না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সাকিবকে বলেছিলাম, তুমি এখন রাজনীতিতে যেয়ো না। আর গেলে এই দলটির (আওয়ামী লীগ) বেশি দিন আর আয়ু নাই। সে চুপচাপ থেকে পরে চলে গেল। যদি সে আমার কথা শুনত, এভাবে রাজনীতিতে না যেত, নির্বাচনে না যেত, আজ অনেক সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত।
Comments
Post a Comment