গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ মে) দুপুর পৌনে ১২টায় আগুনের সূত্রপাত হয় বলে জানান কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ।
আগুন লাগার খবরে কোনবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১১টা ৫০ মিনিটে বের হয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
স্থানীয়রা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত্র হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
Comments
Post a Comment