বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন। তবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি না করতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। তবে তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন, যেন যানজট সৃষ্টি না হয় এবং জনগণের ভোগান্তি না বাড়ে।
প্রথমে তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফেরার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ফেরার বিষয়টি চূড়ান্ত হয়।
জানা গেছে, খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পৌঁছাবেন এবং সেখান থেকে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় যাবেন।
Comments
Post a Comment