ইতিহাস গড়ে নতুন কোচ নিয়ে মাঠ মাতাবে ব্রাজিল

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন ধরে চলে আসা আলোচনার পর রিয়াল মাদ্রিদের ইতালিয়ান এই কোচ চলতি মে মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন বলে নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। যদিও স্প্যানিশ লা লিগার মৌসুম শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল। তবে ব্রিটিশ মিডিয়া বিবিসি এবং দলবদলের খবরের জন্য সুপরিচিত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, আনচেলত্তি মে মাসের শেষ সপ্তাহে সম্ভবত ২৬ মে থেকেই ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করবেন। ফলে জুন মাস থেকে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের মতো সেলেসাও তারকারা তাকে পুরোদমে নিজেদের ডাগআউটে পাবেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনও (সিবিএফ) তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে যে, কার্লো আনচেলত্তি মে মাসেই ব্রাজিলে আসছেন। তবে তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এই নিয়োগটি ব্রাজিল ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দেশটির সুদীর্ঘ ফুটবল ইতিহাসে আনচেলত্তিই হতে যাচ্ছেন প্রথম কোনো বিদেশি, যিনি পূর্ণ মেয়াদে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এর আগে বিভিন্ন সময়ে অন্তর্বর্তী বা অন্য ভূমিকায় বিদেশি কোচ কাজ করলেও, স্থায়ী প্রধান কোচ হিসেবে কোনো বিদেশিকে পায়নি সেলেসাওরা। ২০২১ সালের জুন থেকে রিয়াল মাদ্রিদের ডাগআউটের দায়িত্ব পালন করছেন কার্লো আনচেলত্তি।

Comments