হাসনাতের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (০৪ মে) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘হাসনাত ভাই আমার ভাই, আহত কেন, ইন্টারিম জবাব দে’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহ অনেক জাতীয় নেতাদের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে কঠোর অবস্থান ধরে রেখেছেন। এসময় তারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে হাসনাতের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের করতে হবে‌।

Comments