ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলছেন, ইরান মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে জয়ী হয়ে উঠবে। তিনি বর্তমান ইসরায়েলি সরকারকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেন।
আজ শনিবার (২১ জুন) ইস্তাম্বেলে অনুষ্ঠিত ওই সম্মেলনে এরদোয়ান বলেন, ‘হিটলারের জ্বালানো আগুনের ৯০ বছর পর নেতানিয়াহুর জিওনিস্ট আগ্রাসন বিশ্বকে আবারও বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’
তিনি ইসরায়েলের ইরান এবং অন্যান্য অঞ্চলে সাম্প্রতিক সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে কড়া সমালোচনা করেন।
এরদোয়ান বলেন, ‘ইরানের নিজেকে রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে এবং আমরা তেহরানের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ইরানি জনগণ ঐতিহ্যবাহী দৃঢ়তা ও ঐক্যের মাধ্যমে কঠিন সময় অতিক্রম করবে।’
গাজায় ইসরায়েলের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের বিষয়েও তিনি কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, ‘গাজার ২০ লাখ মানুষ এমন সংকটে রয়েছে যা নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের থেকেও ভয়াবহ। নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষকে লক্ষ্য করে ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে।’
এরদোয়ান ইসরায়েলের পশ্চিম তীরের অভিযানকেও উল্লেখ করে বলেন, সেখানে মানবাধিকার লঙ্ঘনের বাজার ক্রমশ জোরালো হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবহেলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বিশ্ব ও মুসলিম রাষ্ট্রগুলোকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে নতুন কোনো কলোনিয়াল ভাগাভাগি তথা সাইকস-পিকোকে পুনরাবৃত্তি হতে দেবো না। রক্তাক্ত নতুন কোনো মানচিত্র গঠনে আমরা অংশ নেবো না।’
মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘ইস্তাম্বুল ও তেহরান একটি ভাগ্য ভাগাভাগি করে। আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে শক্তিশালী ও স্বাধীন একটি মুসলিম বিশ্ব গড়ে তুলতে হবে। এটাই আমাদের ভবিষ্যৎ এবং সারা বিশ্বের জন্য বার্তা।’
Comments
Post a Comment