ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং আরও কয়েকটি শহরে ‘ডজনের পর ডজন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ দাবি করা হয়।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।’ তবে এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি- বলছে বিবিসি।
ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৪০,০০০ পর্যটক আটকে পড়েছেন। বেশিরভাগ এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে। এতে করে অনেকেই দ্বিধায় পড়েছেন—অপেক্ষা করবেন, না কি ব্যয়সাপেক্ষ পথে পার্শ্ববর্তী দেশ হয়ে বাড়ি ফিরবেন।
রিউটার্সের প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের তুলনায় তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। সেখানে থাকা পর্যটকরা বলছেন, তারা মাঝে মাঝেই হোটেলের আশ্রয়কক্ষে যেতে বাধ্য হচ্ছেন।
Comments
Post a Comment