ভারতে বিমান বিধ্বস্ত: ২৪২ জনের মধ্যে মরদেহ উদ্ধার ২০৪

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০৪ জন। সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় পুলিশের বরাতে এক প্রতিবেদনে বলেছে, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হওয়া স্থান থেকে ২০৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটটি আহমেদাবাদ থেকে উড্ডয়ন করেছিল এবং এর গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর, যেখানে স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৫টায় (১৭:২৫ GMT) অবতরণ করার কথা ছিল ফ্লাইটটির। আজ বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুরে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। উড়োজাহাজটি ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, আজ বেলা ১টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে ব্যাপক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী, দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ছিলেন, ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ নাগরিক। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত ৯০ জন জরুরি সেবা কর্মী কাজ করছেন। উদ্ধারকাজ চলছে পুরোপুরি যুদ্ধকালীন প্রস্তুতিতে। দুর্ঘটনার স্থান ঘিরে রাখা হয়েছে এবং আশপাশের এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিমানটির ধ্বংসাবশেষের চারপাশে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছেন, ধোঁয়া এবং আগুনের চিহ্ন এখনও দৃশ্যমান। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রযুক্তিগত ত্রুটির কারণে মেঘানি এলাকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক তদন্ত না হওয়া পর্যন্ত সঠিক কারণ জানা যাবে না।

Comments