রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে বুধবার (১৮ জুন) সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একদিকে সাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপ অন্যদিকে মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি অব্যাহত আছে। আগামী কয়েকদিন এই বৃষ্টি চলতে পারে। এদিকে আকাশে মেঘের কারণে সমুদ্র বন্দরে ৩ এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধ্বস এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর সতর্ক করেছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, একদিকে লঘুচাপ অন্যদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী চার-পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। তবে টানা নয়, থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সারা দেশে।
আবহাওয়া সতর্কবার্তা
সমুদ্র বন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়।
Comments
Post a Comment