ইরান এবার মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে আগুন লেগেছে।তবে পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। টাইমস অব ইসরায়েলের খবরে এ কথা জানানো হয়।
হামলার সময় ইসরায়েলিদের সাময়িকভাবে বাংকারে আশ্রয় নিতে বলা হয়।
ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ইরানে ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর নতুন হামলার করেছে বলেও ইসরায়েলের সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ স্থাপনাগুলোর ওপর নতুন করে বিমান হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো এখন ইরানের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ অবকাঠামোর ওপর হামলার একটি নতুন ঢেউ শুরু করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, ইরান এখন বিশ্বাস করে না যে যুক্তরাষ্ট্র সত্যিকারের কূটনৈতিক সমাধান চায়।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র পূর্ববর্তী আলোচনাগুলোকে ঢাল' হিসেবে ব্যবহার করেছে।
Comments
Post a Comment