যুক্তরাষ্ট্রকে পূর্বে দেয়া যে বার্তা স্মরণ করিয়ে দিলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়লে সেটি যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। রোববার (২২ জুন) খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি পুরোনো টেলিভিশন সাক্ষাৎকারের ভিডিও পুনঃপ্রকাশ করা হয়। যেখানে তিনি বলেন, ‘এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়ালে তারা যে ক্ষতির মুখোমুখি হবে, তা ইরানের যেকোনো ক্ষতির চেয়েও অনেক বেশি হবে।’এই বক্তব্যটি তিনি গত বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ইরানে বিমান হামলার পর এটি আবার সামনে নিয়ে আসা হয়।এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইরান এখন মার্কিন হামলার পাল্টা জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এর পরিণতি হতে পারে আরও বড় আকারের যুদ্ধ।

Comments