ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন; খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‌‘বিশ্ববাসীকে, বিশেষত মুসলিম দেশগুলোকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিপর্যয়কর অপরাধ মোকাবেলায় তেলআবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।’ রোববার তেহরানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং তার মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, “সায়নিস্ট শাসকগোষ্ঠী লজ্জাহীনভাবে একের পর এক ভয়াবহ অপরাধ ও বিস্ময়কর মানবিক বিপর্যয় ঘটিয়ে চলেছে।” তিনি যোগ করেন, “যদিও এই অপরাধগুলো একটি শক্তিধর দেশের, যেমন যুক্তরাষ্ট্রের, প্রত্যক্ষ সমর্থনে সংঘটিত হচ্ছে, তবুও এই পরিস্থিতি মোকাবেলার পথ এখনো খোলা আছে।” খামেনি জোর দিয়ে বলেন, “বিক্ষোভকারী দেশগুলোকে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও এমনকি রাজনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে তাদের বিচ্ছিন্ন করে দিতে হবে।” তিনি আরও বলেন, “ইসরায়েল বিশ্বের সবচেয়ে একঘরে ও ঘৃণিত একটি শাসনব্যবস্থা।” এ সময় তিনি বলেন, ইরানের পররাষ্ট্রনীতির একটি মূল কৌশল হওয়া উচিত- অন্যান্য দেশকে এই অপরাধী শাসনের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে উৎসাহিত করা। বক্তব্যের অন্য অংশে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানি সরকারকে জাতীয় শক্তি ও মর্যাদার বিভিন্ন উপাদানকে শক্তিশালী করার দায়িত্ব পালন করতে হবে।

Comments